৪৬ ও ৪৭তম বিসিএসের পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৫ ১৮:৩৫; আপডেট: ২২ মে ২০২৫ ০৪:৫৪

- ছবি - ইন্টারনেট

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকতা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি জানায়, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এতে আরও জানানো হয়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পূর্বনির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top