ইবিতে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নবীন বরণ অনুষ্ঠিত 

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৪ মে ২০২৫ ২১:০১; আপডেট: ২৫ মে ২০২৫ ০২:৪১

- ছবি - ইন্টারনেট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নতুন সদস্যদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে এ আয়োজন করে সংগঠনটি। এতে ব্যতিক্রমের ৫ টি বিভাগের প্রায় ৩০ জন নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়। 

অনুষ্ঠানে সংগঠনটির পরিচালক ওয়ায়েস কুরুনীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ডক্টর কামরুল হাসান, প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী।

অধ্যাপক ড. আব্দুল বারী বলেন, কোন জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করতে হয়। ব্যতিক্রম এই দেশে সুস্থ সংস্কৃতির বিপ্লব সাধন করবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ব্যতিক্রম শুধু নামে নয় কাজেও ব্যতিক্রম। অপসংস্কৃতিকে চিরদিনের জন্য মুছে দেওয়ার জন্যই ব্যতিক্রমের জন্ম হয়েছে।

ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক ওয়ায়েস কুরুনী বলেন, নবীনদের নিয়ে খুব দ্রুতই আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ ক্লাস শুরু হবে। সবার উপস্থিতি এবং চেষ্টা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানো সম্ভব হবে ইনশাআল্লাহ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top