রাবিতে দুইদিনব্যাপী ক্যারিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ ও সেমিনার অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ২৩:১০; আপডেট: ৭ জুলাই ২০২৫ ০৫:১৬

ছবি: সংগৃহীত

সোশিওলজি শিশু নিকেতন (এসএসএন) এবং Sociology Pre-processional Career Counselling (SPCC)-এর যৌথ আয়োজনে এবং সমাজবিজ্ঞান বিভাগের সহায়তায় দুইদিনব্যাপী ১৯তম ক্যারিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ এবং ১০ম ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ এবং ৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ড. মমতাজউদ্দিন আহমেদ কলা ভবনের ৩০৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সমাজবিজ্ঞান শিশু নিকেতনের (SS) প্রতিষ্ঠিতা পরিচালক এবং Sociology Pre-Professional Career Counselling (SPCC) এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. এম জুলফিকার আলী ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. মুন্সী ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক সালেহ মাহমুদ।

রাজু আহমেদ এর সঞ্চালনায় প্রথম ও দ্বিতীয় দিনে সেমিনারটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়৷ প্রথম দিনের প্রথম পর্বে —নির্ধারিত ৩০ জন ফ্যাসিলিটেটরকে নিয়ে ওয়ার্কশপ আয়োজন করা হয়। এখানে শেখানো হয় কীভাবে শিশু নিকেতনের সাথে Development Sector-এর লিংক করা যায়। সেইসাথে ছিল অবজারভেশন, টিম ওয়ার্ক, চিন্তাচেতনাকে প্রশস্ত করার টিপস এবং অন্যান্য। দ্বিতীয় পর্বে — শিশু নিকেতনের সাবেক এবং বর্তমান ফ্যাসিলিটেটরদেরকে নিয়ে ছোট্ট পরিসরে গেট টুগেদার, পিকনিক এবং স্মৃতিচারণ করা হয়৷

দ্বিতীয় দিনের প্রথম পর্বে ছিল— শিশু নিকেতনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা এবং গবেষণা বিষয়ে আলোচনা পর্ব। দ্বিতীয় পর্বে ছিল- ১২০+ জন প্যার্টিসিপ্যান্ট নিয়ে সেমিনার। কিভাবে একজন ব্যক্তি Agent হতে পারবে এবং ইতিবাচক পরিবর্তন আনতে পারবে এসংক্রান্ত মোটিভেশান দেওয়া।

সেমিনারে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ ও অন্যান্য ফ্যাসিলিটেটররা উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top