মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি ইবির সভাপতি মহিউদ্দিন, সম্পাদক রিয়ন

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ২০:১০; আপডেট: ৯ জুলাই ২০২৫ ০০:৫২

- ছবি - ইন্টারনেট

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়ন হাসান।

মঙ্গলবার( ৮ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিয়ন হাসান বলেন, মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক, ভ্রাতৃত্বপূর্ণ সংগঠন। আমরা একসাথে এটিকে সক্রিয়, অংশগ্রহণমূলক ও সহানুভূতিশীল একটি প্ল্যাটফর্মে রূপ দিতে চাই। সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও দায়িত্ববোধ বিকাশই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই।"

নবনির্বাচিত সভাপতি মোঃ মহি উদ্দিন বলেন মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের ভ্রাতৃত্ব, মূল্যবোধ ও পারস্পরিক সহানুভূতির প্রতীক। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মহেশপুরের ছাত্রদের কল্যাণে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকুন, পরামর্শ দিন ও দোয়া করুন।"



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top