রাবি পাঠক ফোরাম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্ব মাহমুদুল-পায়েল

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১৬:৪২; আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০১:৪৪

- ছবি - ইন্টারনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

প্রথমবারের মতো গঠিত এই নতুন কার্যনির্বাহী কমিটিতে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফোরামিস্ট ও বর্তমান আইন মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত জেলা ও দায়রা জজ এ. বি. এম. মাহমুদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফোরাম সভাপতি ও বর্তমান পে -লেস এস.পি, ঢাকা এর স্বত্বাধিকারী মো. পায়েল খাঁন।

শনিবার (১৯ জুলাই) পাঠক ফোরামের তিন যুগপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে ফোরাম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাচন কমিশনার আরিফ হাসনাত( বর্তমান পরিচালক, বিআইডব্লিউটিএ) ২৫ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন। সাবেক ও বর্তমান ফোরামিস্টদের সিলেকশনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নিয়ে এই কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্যরা হয়েছেন সহ-সভাপতি-১ মো. আবু হানিফ, সহ-সভাপতি-২ মোছা.নাসরিন আরা ইরা , যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, সহ- সাংগঠনিক সম্পাদক মো. নাঈম হোসেন, অর্থ সম্পাদক মশিউর রহমান সুখন, দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসরিন আক্তার (ঝুমু), সামাজিক দায়বদ্ধতা সম্পাদক মো. নাজমুল হুদা, আন্তর্জাতিক সম্পাদক মো. আলমগীর হোসেন।

এছাড়াও তথ্য গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক রাসেল আহমেদ, সহ- তথ্য গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক সৌরভ দত্ত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া, ক্রীড়া ও অনুষ্ঠান সম্পাদক মো. ফজলে রাব্বী ও ০৯ জন কার্যনির্বাহী সদস্য জাকেরুল আবেদীন আপেল, মো. শামসুদ্দীন মোল্লা (মানিক), মোফাখখারুল ইসলাম চৌধুরী, মো. সাইদুর রহমান দুলু, মো. ফজলুল হক, বিপুল বাসব, মো. আশিকুর রহমান তালুকদার, নাসির উদ্দিন ও মো. সাদেকুল ইসলাম।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও ক্যারিয়ার গঠনমূলক সংগঠন। ১৯৮৯ সালের ৪ এপ্রিল আরিফ হাসনাতের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গৌরবময় ৩ যুগ পূর্ণ করে ৩৭ বছরে পদার্পণ করেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top