শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস পদে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৫; আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রেজাউল করিম মামুন।
শনিবার (৩০ই আগষ্ট) এক বিবৃতিতে তিনি বলেন, অতীতে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করেছি। সেই ধারাবাহিকতায় এবারও আমি শিক্ষার্থীদের বিশ্বাস, ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে প্রার্থী হয়েছি।
তিনি প্রতিশ্রুতি দেন, জিয়া হলকে আধুনিক ও ছাত্রবান্ধব হলে রূপান্তর করবেন। এজন্য রিডিং রুম, লাইব্রেরি, সাংস্কৃতিক কক্ষ, গেমস রুম ও জিমনেসিয়াম সচল করা, সিট বণ্টনে ন্যায্যতা নিশ্চিত করা, ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার সরবরাহ ও ভর্তুকি আদায়ে কাজ করার ঘোষণা দেন তিনি।
রেজাউল করিম বলেন, আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই; আমি কেবল সাধারণ শিক্ষার্থীদের প্রার্থী। তাদের প্রতিটি দাবি হবে আমার নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি।
তিনি আরও জানান, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি, লন্ড্রি পুনরায় চালু, পৃথক সাইকেল গ্যারেজ স্থাপন, জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনসহ একটি সময়োপযোগী ও আধুনিক হল গড়ে তুলতে তিনি কাজ করবেন।
প্রার্থীর ভাষ্য অনুযায়ী, অধিকার আদায়ের এ সংগ্রামে আমি কেবল শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের শিক্ষার্থীস্বার্থের দুর্গ গড়ে তুলি।
আপনার মূল্যবান মতামত দিন: