‘ছাত্র সংসদ ছাড়া দেশে কোনো নির্বাচন হতে না দেবে না শিবির’
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৩; আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৫

বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন ছাড়া বাংলাদেশে জাতীয় সংসদ বা কোনো ধরণের নির্বাচন হতে দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী ছাত্রশিবির নেতারা।
এ সময় বিভিন্ন জায়গায় 'একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর' স্লোগান দেওয়া ব্যক্তিদেরকে 'সন্ত্রাসী' এবং 'জল্লাদ' হিসেবে মন্তব্যও করেন তারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীতে অনুষ্ঠিত এক কর্মসূচিতে ছাত্রশিবির নেতারা এসব কথা বলেন।
ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে এদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর শাখা ছাত্রশিবির এ কর্মসূচির আয়োজন করে। বিকেল সাড়ে ৫টায় নগরীর ভদ্রা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই, ‘চবিতে হামলা চলে, ইন্টেরিম কী করে’, ‘রাবিতে হামলা চলে, ইন্টেরিম কী করে’, ‘বাকৃবিতে হামলা চলে, ইন্টেরিম কী করে’, ‘হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘হাইকোর্ট না জাকসু, জাকসু জাকসু’, ‘হাইকোর্ট না রাকসু, রাকসু রাকসু’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘ধর্ষক আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘মিথ্যাচারের রাজনীতি বাংলাদেশে চলবে না’, ‘সাইবার বুলিং বন্ধ কর, নারীর অধিকার রক্ষা কর’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
পরে সমাবেশে ছাত্রশিবির নেতাকর্মীরা মিথ্যাচারের প্রতিবাদ ও ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাবি শাখার সাবেক সভাপতি মো. আব্দুল মোহাইমিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইবরাহিম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি শামীম উদ্দীন, রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল আহমেদ প্রমুখ।
এ সময় ইসলামী ছাত্রশিবিরের নেতারা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চলছে। রাবিতে ছাত্র সংসদ বানচাল করতে শাখা ছাত্রদল সভাপতি নিজে সন্ত্রাসী কার্যকলাপ করেছে। ছাত্র সংসদ নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
তারা বলেন, ট্যাগ লাগানোর রাজনীতি ছাত্র সমাজ ঘৃণা করে। বস্তাপঁচা রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তোমরা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে আগের মতো পেশিশক্তি দিয়ে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন।
শিবির নেতারা বলেন, ‘শিবিরের চামড়া, তুলে নেব আমরা’, ‘একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর' এগুলো স্লোগান যারা দেয়, তারা আর যাইহোক ছাত্র হতে পারে না; তারা সন্ত্রাসী, তারা জল্লাদ। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা।
এ দিনের কর্মসূচিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মূল্যবান মতামত দিন: