রাকসুতে ১১ হাজার নারী ভোটারের বিপরীতে নারী প্রার্থী ২৫
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৭

রাকসু নির্বাচনে ১১ হাজার নারী ভোটারের বিপরীতে নারী প্রার্থী রয়েছেন ২৫ জন। রাকসু নির্বাচন কমিশন জানায়, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন; যা মোট ভোটারের ৩৯ দশমিক ১ শতাংশ। কিন্তু প্রার্থীর ক্ষেত্রে এ হার একেবারেই কম। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৮ জন। এর মধ্যে মাত্র ২৫ জন নারী, যা মোট প্রার্থীর ১০ শতাংশ। এর মধ্যে ১৪ জনই সংরক্ষিত পদের প্রতিদ্বন্দ্বী। সংরক্ষিত পদ বাদ দিলে নারী প্রার্থীর হার নেমে আসে মাত্র ৪ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ৮ জন, যা ১৩.৭ শতাংশ।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে শীর্ষ পদগুলোতে নারী প্রার্থীর উপস্থিতিও সামান্য। সহ-সভাপতি (ভিপি) পদে ১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ১, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদে ২, মহিলাবিষয়ক সম্পাদক (সংরক্ষিত) পদে ৬, মহিলাবিষয়ক সহকারী সম্পাদক (সংরক্ষিত) পদে ৮ ও নির্বাহী সদস্যপদে ১ জন প্রার্থী রয়েছেন। আবার সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ৮ জন, যা ১৩.৭ শতাংশ। আবার নির্বাচনে হল সংসদে ২৫৫টি পদের মধ্যে ছাত্রীদের ৬টি হলে ৯০টি এবং ছাত্রদের ১১টি হলে ১৬৫টি পদ রয়েছে। মেয়েদের ৯০টি পদের জন্য লড়ছেন ১৩৯ জন; এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৩৯ জন।
আপনার মূল্যবান মতামত দিন: