নগর জামায়াতের প্রচার সেক্রেটারী প্রিন্স গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩ ১৮:০২; আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৮:৩২

সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সেক্রেটারী অধ্যাপক এ কে এম সারোয়ার জাহান প্রিন্সকে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টায় নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে রাজশাহীর চন্দ্রিমা থানার পুলিশ।

এদিকে অধ্যাপক এ কে এম সারোয়ার জাহান প্রিন্সকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সহ-প্রচার সেক্রেটারি নেতৃবৃন্দর বরাত দিয়ে বলেন, সরকার ক্ষমতাকে চিরকালের জন্য কুক্ষিগত করার লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীকে অন্যায় ভাবে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারোয়ার জাহান প্রিন্সকে গ্রেপ্তার করা হলো। নেতৃবৃন্দ বলেন, এভাবে সরকার সারাদেশে একের পর এক গ্রেফতার, মিথ্যা মামলা, গুম ও খুন করে চলমান এ আন্দোলনকে থামাতে চায়। অতীতের কোন স্বৈরাচারী সরকার জনগণের উপর জুলুম করে টিকে থাকতে পারেনি এরাও পারবে না ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ পুলিশের এই মানবাধিকার লংঘন করে গণগ্রেপ্তার বন্ধ করনের জোর দাবি জানান। অবিলম্বে অধ্যাপক এ কে এম সারোয়ার জাহানসহ আটক রাজশাহীর নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেন।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top