আবারো বিভিন্ন সড়ক প্রশস্ত করার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুলাই ২০২০ ১৯:২০; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৯:২৭

উন্নয়ন কার্যক্রম বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মেয়রের মতবিনিময়

নগরীর যানজট নিরসনে আবারো বিভিন্ন সড়ক প্রশস্ত করার পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। একই সাথে ঐতিহ্যবাহী বড়কুঠি সংস্কার করে পর্যটকদের আকৃষ্ট করবে রাসিক। রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রম বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এ তথ্য জানান।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় মেয়র বলেন, ইতোমধ্যে মহানগরীর কয়েকটি গুরত¦পূর্ণ সড়ক ফোরলেনে উন্নীতকরণের কাজ চলছে। আলিফ লাম মিম ভাটা থেকে বুধপাড়া, বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা, দড়িখরবোনা হতে মালোপাড়া, আলুপট্টি হতে তালাইমারি, মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীতকরণের কাজ চলছে। সড়কগুলোর কাজ শেষ হলে যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হবে।

তিনি বলেন, রাজশাহীর বিভিন্ন ঐতিহ্য রক্ষায় কাজ করতে চায় সিটি কর্পোরেশন। বড়কুঠি সংস্কার করে সেটিকে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে চাই। যা রাজশাহীতে পর্যটকদের আকৃষ্ট করবে। এ সময় মহানগরীর বিভিন্ন উন্নয়নকাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন মেয়র।

সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্পের ভিডিও চিত্র উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) গোলাম মুর্শেদ।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার উপস্থিত ছিলেন।

আন্দালীব/২১



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top