নগরীতে বিপুল পরিমাণ নকল কয়েল উদ্ধার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০ ২১:০৫; আপডেট: ৪ মে ২০২৪ ২২:৪৯

অভিযানে জব্দকৃত কয়েল।

নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল চায়না মশার কয়েল উদ্ধার করেছে পুলিশ। (মঙ্গলবার ২৪ নভেম্বর) দামকুড়া থানার কাদিপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা অভিযানে এনামুল হক কনকের (৪২) বাসা থেক তা জব্দ করা হয়। এনামুল হক ঐ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

অভিযানে মেসার্স রফিক এন্ড কোম্পানী প্রা: লিমিডেটের আমদানীকৃত চায়না (নো স্মোক) মশার কয়েলের হুবহু নকল মশার কয়েল সর্বমোট ১০০ টি কলাপাতা রংয়ের কাগজের কাটন পাওয়া যায়। সকল মোড়কের গায়ে রপ্তানী যোগ্য বাওমা মশার কয়েল (নো স্মোক) লেখা রয়েছে। যার প্রতিটি কাটুনের ভিতরে ৬০ (ষাট) প্যাকেট করে মোট ৬ ছয় হাজার প্যাকেট পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।

এ সময় অভিযানে ঘটনার সাথে জড়িত রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মারুফ উদ্দিন (৪৫), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার পিয়ারুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় বাদী হয়ে কোম্পানীর রাজশাহী বিভাগীয় সেল্স ম্যানেজার গোলাম মোর্শেদ নগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top