আরএমপির ৫০ পুলিশ সদস্য পেল অস্ত্র পরিচালনা প্রশিক্ষণের সনদ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০ ০০:৩১; আপডেট: ৪ মে ২০২৪ ১০:৪৯

প্রশিক্ষণ শেষে পুলিশ সদস্যদের সনদ প্রদান।

৫০ পুলিশ সদস্যকে অস্ত্র পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি)।

সোমবার (১৪ ডিসেম্বর) তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

আরএমপির ট্রেনিং স্কুলে চতুর্থ ব্যাচের এই প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে পুলিশ সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পিওএম) মনিরুল ইসলাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমান।

 

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top