রাজশাহীতে ছাত্র-জনতার উপর হামলার অন্যতম হোতা
আ’লীগ নেতা ডাবলু সরকারের ৫ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪ ১৮:০৪; আপডেট: ৫ অক্টোবর ২০২৪ ১৮:১৪

রাজশাহীতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলার অন্যতম আসামী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত শুক্রবার রাতে র্যাব নওগাঁ জেলার সদর থানার দক্ষিণ পাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আর আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ডাবলু সরকারের ৫ দিন এবং রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহুরুল হক রুবেলের ৩ দিন রিমান্ড মঞ্জর করে।
র্যাব-৫ গণমাধ্যমকে জানায়, গত ৫ আগস্ট থেকে ডাবলু সরকার পলাতক ছিলেন। তার নামে ৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। পরে গতকাল তাকে পুলিশের হাতে তুলে দেয় র্যাব। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক মো. আবদুর রফিক জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। দুটি মামলাই তদন্ত করছেন আরএমপির নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।
এদিকে শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আদালত রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহুরুল হক রুবেলের ৩ দিন রিমান্ড মঞ্জর করেছেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল। দুটি হত্যাসহ তাকেও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর রুবেলকে কয়েকদফা রিমান্ডে নেয়া হয়। সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকালে রুবেলকে আবারও আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। এর প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: