রাজশাহীতে

দেড় কোটি টাকা মূল্যের ১৭টি স্বর্ণের বার ছিনতাই

রাজ টাইমস | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০ ০৫:৫২; আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০৫:৫৩

রাজশাহী মহানগরীতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৭টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জিতেন ধর ও ধীরেন ধর নামের দুই ব্যক্তিকে থানায় নিয়ে গেছে। তাদের বাড়ী রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে।

জিতেন দাবি করেছেন, সোমবার বিকাল ৪টার দিকে নগরীর বোয়ালিয়ার থানার শিরোইল এলাকায় তাদের কাছ থেকে সোনার বার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। অস্ত্র ঠেকিয়ে কয়েকজন যুবক তাদের কাছ থেকে বার ছিনতাই করেছে। সোনার বারগুলো ফেনী থেকে আনা হয়েছিল।

জিতেন জানান, প্রতিটি বারের ওজন ১০ ভরি। মোট ১৭০ ভরি স্বর্ণের দাম প্রায় দেড় কোটি টাকা। ধীরেন ফেনী থেকে বারগুলো আনেন। এরপর তারা রাজশাহীর একজন জুয়েলার্স ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য বারগুলো এনেছিলেন। তারা শিরোইল এলাকায় বাস থেকে নেমে নগরীর বালিয়াপুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বাড়ি যাচ্ছিলেন। তখনই তাদের পথ আটকে বার ছিনতাই করে নেয়া হয়। 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top