নগরীতে হোটেল সিলগালা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০ ০৪:১৭; আপডেট: ২ মে ২০২৪ ২০:১৮

শিরোইল বাস টার্মিনাল (শহীদ কামারুজ্জামান বাস টার্মিনালে) উচ্ছেদ অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল সিলগালা ও একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়েছে।

ভাড়া পরিশোধ না করায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাধীন শহীদ কামারুজ্জামান বাস টার্মিনালের অভ্যন্তরে অবস্থিত মজিবুর রহমানের নামে বরাদ্দকৃত রেস্টুরেন্ট ও রেস্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গা এবং টার্মিনালের দোতলায় মুনসাদ শেখের নামে বরাদ্দকৃত বাণিজ্যিক স্পেস হোটেল স্নেহ সিলগালা করা হয়।

বুধবার এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার মো. বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার নাহিদুল ইসলাম, ওবায়দুর রহমান।  



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top