থার্টিফার্স্টে নগরীতে মদ-ইয়াবাসহ গ্রেফতার ৬৮

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১ ০০:৩০; আপডেট: ৩ মে ২০২৪ ০৯:৪১

ফাইল ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নির্দেশনা অমান্য করে নববর্ষ উদযাপনে রাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতভর মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন ইউনিট আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানিয়েছে, তারা অভিযানে ৭৩ গ্রাম হেরোইন, ২০৫ গ্রাম গাঁজা, ১১ বোতল বিদেশি মদ, ৬৩ পিস ইয়াবা, ৪৪ বোতল চোলাই মদ উদ্ধার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি জানান, নিয়মিত হিসেবে ৬৮ জনকে গ্রেফতার করেছে আরএমপি।

গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানায় ১২ জন, রাজপাড়া থানায় ১০ জন, চন্দ্রিমা থানায় দুজন, মতিহার থানায় ছয়জন, কাটাখালী থানায় চারজন, বেলপুকুর থানায় চারজন, শাহমখদুম থানায় চারজন, এয়ারপোর্ট থানায় দুজন, পবা থানায় দুজন, কাশিয়াডাঙ্গা থানায় দুজন, দামকুড়া থানায় ছয়জন এবং নগর ডিবি পুলিশ ১৪ জন।

তাছাড়া, গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয় ১৪ জনকে। অন্যান্য অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top