বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজশাহী টাইমস | প্রকাশিত: ২৮ জুলাই ২০২০ ০৪:১৭; আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৭:১৪

রাজশাহী নগরীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় নগরীর কুমারপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শাহিন (২২)। সে জামালপুর জেলার শেরপুর উপজেলার দশকানিয়া গ্রামের মোজাম্মেল হকে ছেলে।
নির্মাণাধীন বিল্ডিংয়ে সে পাইলিং রডের ঝালাইয়ের কাজ করছিল। অসাবধানতার কারণে বিদ্যুৎস্পষ্ট হহলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তার শাহিনকে মৃত ঘোষণা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: