বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের
পাইলট তৌকির ইসলাম রাজশাহীর সন্তান
মহিব্বুল আরেফিন | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১৯:৩৩; আপডেট: ২১ জুলাই ২০২৫ ২৩:৪৬

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর রাজশাহীর সন্তান। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আছে।
নিহত পাইলট তৌকির আহমদ সাগরের জন্ম স্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। তবে তিনি ছোট বেলা থেকে রাজশাহী নগরীর উপশহরের ০৩ নম্বর সেক্টরে পরিবাবের সাথে বসবাস করেন। ক্লাশ সেভেন পর্যন্ত রাজশাহী সরকারী ল্যাবরেটরী স্কুল ও পরে পাবনা ক্যাডেট কলেজে পড়ালেখা করেন। এরপর তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। একবছর আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার স্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
আজ সোমবার দুপুরে বিমান বাহিনীর যে প্রশিক্ষন বিমানটি বিধ্বস্ত হয় তৌকির ইসলাম সাগর তার একমাত্র পাইলট ছিলেন। সফল উড্ডনের পর বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তৌকির প্যারাসূটে অবতরন করতে পারলেও তার শেষ রক্ষা হয়নি। তিনি গত বিকেলে সিএমএইচ হাসপাতালে মারা যান। উল্লেখ্য, উত্তরার দিয়াবাড়িতে মাইলষ্টোন স্কুল ্ কলেজ মাঠে (ক্যানটিনের ছাদে) প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে একই সংগে স্কুলের কোমলপ্রাণ ১৯ জন শিক্ষার্থীও ইন্তেকাল করেন।
আপনার মূল্যবান মতামত দিন: