রাজশাহীর কুণ্ডু বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫ ১৯:২৬; আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ২১:৩৪

সংগৃহিত

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত কুন্ডু বেকারি এন্ড কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ কনফেকশনারি পণ্য রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। 

রোববার (১৭ আগস্ট ) বেলা পোনে ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top