প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের প্রতি অনিন্দ্যর আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ১৮:০৪; আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২১:৫১

সংগৃহিত


রাজশাহীতে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোন্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় পুলিশি হেফাজত থেবে সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেন- “মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম (অন্তর্র্বতীকালীন) ভেঙে দিন।” এ সময় তিনি হারুন ইজহার, ওসমান হাদি ও পিনাকী ভট্টাচার্যের বক্তব্য শোনার আহ্বান জানান।

রোববার (১৭ আগস্ট) দুপুরে অনিন্দ্য ও তাঁর দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালকে (৩০) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ -এ তোলা হয়। রিমান্ড শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মুঞ্জুর করা হয়। এর পর তিনজনকেই বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যানে ওঠার আগে পুলিশি হেফাজতে অনিন্দ্য এ মন্তব্য করেন।

তিনি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আত্মীয় ও মোন্তাসেরুল আলম রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। তিনি নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। ওই কোচিং সেন্টারের সঙ্গেই তারা বাড়ি।

গত শুক্রবার রাত দেড়টা থেকে শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যৌথ বাহিনী ওই কোচিং সেন্টারে অভিযান চালায়। অভিযানে অনিন্দ্য ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, স্নাইপার স্কোপ, সামরিক মানের দূরবিন, জিপিএস, দেশীয় ও বিদেশি ধারালো অস্ত্র, টিজার গান, ওয়াকিটকি সেট, অব্যবহৃত সিম কার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, মদ ও নাইট্রোজেন কার্টিজ। বোমা নিষ্ক্রিয়করণ টিম উদ্ধার করা নাইট্রোজেন কার্টিজ বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।  



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top