ঈদে খোলা হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২০ ২১:৩৭; আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ০১:৩৭

ঈদকে কেন্দ্র করে খুলে দেওয়া হচ্ছে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। ঈদের দিন সকাল থেকে খোলা থাকবে বিনোদন কেন্দ্রটি।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা খোলার এ তথ্য নিশ্চিত করেছেন।

রাসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের জন্য ঈদুল আজহার দিন থেকে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা খুলে দেওয়া হবে।

কোনোভাবেই মাস্ক ছাড়া ভেতরে প্রবেশ করা যাবে না। আর ভেতরে প্রবেশের পর শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। এছাড়া মুখে মাস্ক ব্যবহার না করলে জরিমানা করা হবে।

#এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top