হতাশ ব্যবসায়ীরা
মূল্যহীন চামড়া গেল পদ্মায়
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ আগস্ট ২০২০ ২৩:০৪; আপডেট: ৩ আগস্ট ২০২০ ১৬:৫৩
-2020-08-02-17-05-25.jpg)
দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় চালান আসে কোরবানীর ঈদে। এইদিনে ভালো দামে চামড়া বিক্রির আশায় থাকেন ব্যবসায়ীরা। কিন্তু এইবারের ঈদে হতাশ হয়েছেন ব্যবসায়ীরা।
পর্যাপ্ত দাম না মেলায় রাজশাহীতে কোরবানির পশুর চামড়া পদ্মা নদীতে ফেলে দিয়েছেন এক ব্যবসায়ী।
রোববার দুপুরের দিকে রাজশাহীর বুলনপুরে আই-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে ১৫০০ পিস ছাগলের চামড়া পদ্মা নদীতে ফেলে দেয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সবার নজরে আসে।
তৌহিদ ফেরদৌস তন্ময় নামের এক নেটিজেন পদ্মা নদীতে কোরবানির পশুর চামড়া ফেলার ছবি ও ভিডিও শেয়ার করেন।
সরেজমিন দেখা যায়, রাজশাহীতে এবার সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। প্রত্যাশিত দামে নিজেরা বিক্রি করতে না পেরে অনেকেই চামড়া সরাসরি দান করেছেন মাদ্রাসা অথবা এতিমখানায়। আবার সেসব চামড়া নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
অনেক ব্যবসায়ীরাই বিক্রি করতে না পেরে চামড়া পদ্মা নদীতে ফেলে দিয়েছে।
সরকার চামড়ার দাম নির্ধারন করলেও প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩শ থেকে ৪শ টাকা দরে। আর ছাগলের চামড়া বিক্রি হয়েছে ১০ থেকে ৩০ টাকা প্রতি পিস। ছোট আকারের ছাগলের চামড়া বিক্রিই করতে পারেননি অনেকে। বেশীরভাগ ক্ষেত্রে আড়তদারদের বিনামুল্যে কোরবানির পশুর চামড়া দিতে বাধ্য হয়েছেন তারা।
মূলত অধিক মুনাফার আশায় বড় আড়তদারদের সিন্ডিকেট চামড়া বাজারে এমন ধস নামিয়েছে। যদিও আড়তদাররা পাল্টা দায়ী করছেন ট্যানারী মালিকদের এমন পরিস্থিতির জন্য।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: