কোম্পানিতে কর্মসংস্থানের লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১ ০২:৫৬; আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১০:৪০

সংগৃহীত ছবি

রাজশাহীতে বেস্ট ওয়ান মার্কেটিং এজেন্সী নামের একটি কোম্পানি কর্মসংস্থানের নামে চাকরি প্রত্যাশীদের লোভ দেখিয়ে প্রতারণা করে। এমন ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চারজনকে আটক করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রোববার দিনগত রাতে নগরীর দড়িখরবোনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয।

ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, বেস্ট ওয়ান মার্কেটিং এজেন্সী নামে প্রতারক চক্রটি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সিভিবাবদ ৫৬০ টাকা এবং কোম্পানীতে যোগদান বাবদ এককালীন ৩৬ হাজার টাকা নেয়।

ভুক্তভোগীরা অভিযোগ দিলে নগরীর দক্ষিণ দড়িখড়বোনা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় প্রতারণার শিকার ৩৭ জনকে উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- পুঠিয়ার জিউপাড়া গ্রামের মৃত আঃ মান্নান মন্ডলের ছেলে মোঃ মোহাইমিনুল হক মিনু (২৪) ও তার স্ত্রী মোসাঃ শিলা বেগম (২০), নাটোর সদর থানার জালালাবাদ গ্রামের মোঃ আসলাম আলীর ছেলে মোঃ শিমুর হোসেন (১৯) এবং রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার যষ্ঠিতলা গ্রামের রঞ্জন দাসের ছেলে রাকেশ দাস (৩০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

এসকে

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top