রাজশাহীতে নামে মাত্র লকডাউন !

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১ ০০:০১; আপডেট: ৬ এপ্রিল ২০২১ ০০:০৩

নগরীতে দোকান পাট খোলা রাখার দাবিতে  ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজশাহীতে নামে মাত্র চলছে লকডাউন। দূরপাল্লার পরিবহন ছাড়া প্রায় সব কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। সোমবার সকাল থেকেই নগরবাসী প্রয়োজন মেটাতে ঘরের বাইরে বের হচ্ছন। আবার লকডাউন এর মধ্যেই দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছে নগরীর আরডি মার্কেট ব্যবসায়ীরা।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে সারাদেশে শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, লকডাউনের মধ্যেও স্বাভাবিক অবস্থায় অটোরিক্সা, রিক্সাসহ অন্যান্য যানবাহন প্রায় স্বাভাবিক ভাবে চলাচল করছে। তবে অন্যান্য দিনের তুলনায় এ সংখ্যা কম ছিলো। বন্ধ রয়েছে দূর পাল্লার বাস চলাচল। এছাড়া বেশীর ভাগ দোকানপাট বন্ধ থাকলেও প্রচুর দোনকপাট খোলা ছিলো। লকডাউনের প্রথম দিন সকালে শুরুতে রাস্তায় যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। কেউ অফিস, কেউ বাজারে কেউবা হাসপাতালে যাচ্ছেন, এতে রাস্তাঘাটে জনসমাগম দেখা গেছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে বের হলেও অনেককে দেখা গেছে তা অমান্য করতে। যার ফলে লকডাউনে সরকারি নির্দেশনা কঠোরভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

নগরীতে বিক্ষোভ
দোকান খোলা রাখার দাবিতে রাজশাহী নগরীতে আরডি মার্কেটের ব্যবসায়ীরা জনসমাগম করে বিক্ষোভ করেন। সকাল থেকেই আরডি মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা মার্কেটের সামনে অবস্থান নেন। সকালে কিছু কিছু দোকান খোলা দেখা গেছে। বিক্ষোভকালে ব্যবসায়ীরা জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে চান। কারণ গত একবছর করোনার কারণে এমনিতেই তাদের ব্যবসায় প্রচুর লোকসান হয়েছে। রমজানের আগে দোকান বন্ধ রাখা হলে তারা আরো সমস্যার মধ্যে পড়বেন। এজন্য তারা দোকান খোলা রাখাতে চান। বিক্ষোভকালে অতিরিক্ত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এরপর তারা মার্কেটের সামনে অবস্থান নেন। এর আগে সোমবার তারা দোকান খোলা রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top