ঈদের দিন রাজশাহীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মে ২০২১ ০১:৫৮; আপডেট: ১৫ মে ২০২১ ০১:৫৯

ঈদের দিন রাজশাহী অবস্থান কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিক

দূরপাল্লার বাস চালুর দাবিতে ঈদের দিন রাজশাহী অবস্থান কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে মালিক শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচী পালন করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। 

এসময় বক্তারা বলেন, বাস বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করতে। তারা ঈদ করতে পারেনি। এভাবে চলতে থাকলে শ্রমিকরা না খেয়ে মারা যাবে। আমরা সরকার কে বলেছিলাম, সংক্রমণ যাতে না বাড়ে, সে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গাড়ি এক জেলা থেকে অন্য জেলায় যাবে।

 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top