রামেক হাসপাতালে ১৮ দিনে করোনায় ১৫০ জনের মৃত্যু

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী | প্রকাশিত: ১১ জুন ২০২১ ২৩:৫২; আপডেট: ১৩ জুন ২০২১ ০০:১৩

করোনা রোগীদের দীর্ঘ সারি।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ও করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৫০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গত ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জন এবং আজ ১১জুন (শুক্রবার) মারা গেলেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ মে থেকে আজ ১১ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ১৫৭ জন। এদের মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৮০ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। এদের মধ্যে গত ২৪মে ১০ জন, ২৫মে ৪ জন,২৬মে ৪জন,২৭মে ৪ জন, ২৮মে ৯ জন,৩০মে ১২জন, ৩ মে ৪ জন, ১জুন ৭ জন, ২জুন ৭ জন,৩জুন ৯ জন,৪জুন ১৬ জন, ৫জুন ৮ জন, ৬জুন ৬ জন, ৭জুন ৭ জন, ৮জুন ৮ জন, ৯জুন ৮ জন, ১০জুন ১২ জন এবং আজ ১১জুন সর্বশেষ ১৫ জন মারা গেলেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে সাতজন করোনা পজেটিভ ছিলেন। বাকী আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রাজশাহীর সর্বোচ্চ আটজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন ও নাটোরের একজন।

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে আজ ১১জুন শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বৃহস্পতিবার (১০ জুন) রাতে নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত বিশেষ সভায় লকডাউনের এ ঘোষণা দেন।

তিনি জানান, লক ডাউনের সময় সকল দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top