জরাজীর্ণ ও অরক্ষিত ‌অবস্থায় খোঁজাপুর কবরস্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০ ১৭:৩২; আপডেট: ২৫ আগস্ট ২০২০ ২০:৪৩

খোঁজাপুর কবরস্থানের সীমানা প্রাচীর বেহাল দশায় পরে রয়েছে

নগরীর ‌খোঁজাপুর কবরস্থানের সীমানা প্রাচীর বেহাল দশায় পরে রয়েছে। ১০-১৫ বছর যাবত অযত্নে জরাজীর্ণ অবস্থায় অরক্ষিত অবস্থায় রয়েছে কবরস্থানটি।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২৯ নং ওয়ার্ডে অবস্থিত কবরস্থানটির প্রাচীর ১৯৯৫ সালে নির্মান করা হয়।

 

ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন এলাকার বাসিন্দা মো. মোমিন। তার দাবি, রাসিক এর অন্যান্য কবরস্থানের সৌন্দর্য বৃদ্ধি পেলেও রাজশাহীর দ্বিতীয় বৃহত্তম এই কবর স্থানটি অনেক পিছিয়ে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত পদক্ষেপ নিয়ে অনান্য কবরস্থানের ন্যায় সীমানা প্রাচীর মজবুত করে ঘনবসতিপূর্ণ এলাকার এই কবরস্থানটির পবিত্রতা রক্ষা করুন।

#এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top