চীনে পায়ুপথে করোনা পরীক্ষা, নিন্দা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২১ ২৩:৩২; আপডেট: ২ মার্চ ২০২১ ২৩:৪৮

ফাইল ছবি

চীনে প্রবেশের পূর্বে জাপানি নাগরিকদের পায়ু পথে (অ্যানাল সোয়াব টেস্ট) এর মাধ্যমে করোনা পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে জাপান সরকার। দূতাবাসের মাধ্যমে চীনকে এ ধরনের পরীক্ষা বন্ধে আহ্বান জানালেও বেইজিংয়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায় নি।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে ‘অ্যানাল সোয়াব টেস্ট’ অনেকসময় মনস্তাত্ত্বিক সঙ্কট তৈরি করে বলে অভিযোগ করেছে জাপানিজ অনেক নাগরিক।

এই ধরনের পরীক্ষার বিরুদ্ধে জাপানের কর্মকর্তারা বলেছেন, জানুয়ারি মাসে কিছু ক্ষেত্রে পায়ুপথ থেকে নমুনা সংগ্রহ করে চীন করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা চালিয়েছে। এ ধরনের পরীক্ষা ‘মানসিকভাবে পীড়াদায়ক’।

জাপানের মন্ত্রীপরিষদের প্রধান কাতসু নবু কাতো বলেন, ‘পায়ুপথে করোনা পরীক্ষার পর মানসিক যন্ত্রণায় ভুগছেন বলে জাপানি নাগরিকেরা দূতাবাসে অভিযোগ করেছেন।’ তিনি জানান, ‘কতজন জাপানি নাগরিককে এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।’

মন্ত্রীপরিষদ প্রধানের ভাষ্যমতে, চীনে ভ্রমণের সময় জাপানিদের এ ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। বিশ্বের আর কোথাও এ ধরনের পরীক্ষার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

তাছাড়া এমন পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে সংক্রমিত লোকদের শনাক্তের হার আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন স্থানীয় বিশেষজ্ঞরা।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top