১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি মার্কিন ডলার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:১৩

সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৭২ লাখ ৭০ হাজার ডলার।
এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে চার কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের জুলাইয়ে প্রবাসী আয় আসে প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জুলাইয়ে প্রবাসী আয়ে ভাটা পড়েছিল।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ পরিচালনার দায়িত্বে আসে অন্তর্বর্তীকালীন সরকার।
অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠায় প্রবাসীরা।
আপনার মূল্যবান মতামত দিন: