ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিলেন কলকাতার ব্যবসায়ীরা
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ১১:৫৬; আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০৮:৩৬

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে ভারতের ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।
চিঠিতে বলা হয়েছে, দুর্গাপূজা শুরু হওয়ার আগেই যেন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। পাশাপাশি সময়সীমা তুলে নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
ভারতের অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ চিঠিতে উল্লেখ করেন, গত বছর বাংলাদেশ ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দিলেও ইলিশ গিয়েছিল ৫৭৭ টন।
এর কারণ হিসেবে তিনি বলেন, ইলিশ রফতানির জন্য নির্ধারিত ৩০-৪৫ দিনের সময়সীমা যথেষ্ট নয়। তাই এবার যেন সময়সীমা না বেঁধে দেওয়া হয়, সে অনুরোধও জানানো হয়েছে।
এ বিষয়ে হাওড়ার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন, প্রতি বছর আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি। এবারও করেছি। যেহেতু এই বছর দুর্গাপূজা সেপ্টেম্বরেই, তাই আগেভাগেই মাছের ব্যবস্থা করা দরকার।
তিনি আরো বলেন, আগে এক মাস সময় পেতাম। এবার যদি বেশি সময় পাওয়া যায়, তাহলে আমদানিও বেশি করা সম্ভব হবে।
তবে যদি বাংলাদেশ ইলিশ রফতানির অনুমতি না দেয়, তাহলে ভারতের বাজারে মিটানোর জন্য গুজরাট, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং মিয়ানমারের ওপর নির্ভর করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মূল্যবান মতামত দিন: