নেপাল বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪ ২৩:০৫; আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১০:১৬
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা নিয়ে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে জানুয়ারিতে।
বৈঠকে উপস্থিত থাকবে নেপাল, ভূটান ও বাংলাদেশ। এটি কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।
ওই বৈঠকে আলোচনা হবে জলবায়ুর প্রভাব মোকাবেলার প্রশমন, অভিযোজন ও লস অ্যান্ড ড্যামেজ নিয়ে।
সকালে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে নেপালের পরিবেশ মন্ত্রী আই বাহাদুর শাহী ঠাকুরির সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই তথ্য জানান বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা জানান, নেপাল বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী। এই প্রক্রিয়ার জন্য বাংলাদেশ ভুটান, নেপাল ও ভারতের সাথে আলোচনার প্রয়োজন আছে। এছাড়া লস অ্যান্ড ড্যামেজ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে এক হয়ে কাজ করার উপর জোর দেন সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ছোট দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সক্ষমতা অনেক কম বড় দেশগুলোর চেয়ে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রায় একই। জলবায়ু পরিবর্তন কোন সীমানা মানে না। এর প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে একই কাজ করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: