দাম বাড়ার সম্ভাবনা
সারে ভর্তুকি কমাতে অর্থমন্ত্রণালয় প্রচণ্ড চাপ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪১; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৫:০২

সারের জন্য বড় অংকের ভর্তুকি কমাতে অর্থমন্ত্রণালয়ের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দিন শেষে তার মন্ত্রণালয়কে অর্থের যোগান দিতে হয়। তাই ব্যয় সাশ্রয় বা যৌক্তিকিকরণে একটা চাপ তো থাকেই।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, 'আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরে সারে ভর্তুকি লাগবে ২৮ হাজার কোটি টাকা। যেখানে বাজেটে বরাদ্দ আছে ৯ হাজার ৫০০ কোটি টাকা।'
তিনি আরও বলেন, 'ভর্তুকি কমাতে অর্থমন্ত্রণালয় প্রচণ্ড চাপ দিচ্ছে।'
এ বিষয়ে প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, 'অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব জনগণের অর্থ দেখাশোনা করা, ম্যানেজমেন্ট করা। আমরা তৎপর থাকি সাশ্রয় করার জন্য, অপ্রয়োজনে যাতে খরচ না হয় সেজন্য। এ জন্য একটা প্রেসারও মন্ত্রণালয়গুলোর ওপর থাকে। কারণ কোথাও ঘাটতি হলে তার ম্যানেজমেন্ট আমাদেরই করতে হয়।'
সারের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো প্রস্তাব এখনো তার মন্ত্রণালয়ে আসেনি।
আপনার মূল্যবান মতামত দিন: