বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণ: নিহত ১০
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২ ০৫:৪০; আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১০:২৩
ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি গাড়িবোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন।
- শনিবার (২৯ অক্টোবর) একটি ফুটবল স্টেডিয়াম ও ক্যাফের কাছে গ্যারেজে এ বিস্ফোরণ হয়। তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
দেশটির নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, একটি ফুটবল স্টেডিয়ামের কাছের একটি গ্যারেজে রাখা গাড়িতে বিস্ফোরক বেঁধে রাখা ছিল।
গ্যারেজের কাছেই রাখা ছিল একটি গ্যাসবাহী ট্যাংকার। গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ব্যক্তিদের বেশিরভাগই কিশোর। এসব কিশোর তাদের বাড়ির কাছের ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল।
সূত্র: রয়টার্স
বিষয়: ইরাকের রাজধানী বাগদাদ
আপনার মূল্যবান মতামত দিন: