মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৫৩

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩ ২৩:৫০; আপডেট: ১৮ মে ২০২৪ ১৩:৩৫

ছবি: সংগৃহীত

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। হামলায় প্রাণে বেঁচে যাওয়াদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দেশটিতে চলমান গৃহযুদ্ধের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী রয়েছে, সেই সঙ্গে আছে শিশুও। তবে বিবিসির পক্ষ থেকে হামলায় হতাহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সাগাইং অঞ্চলের পা জি ঘি গ্রামে দেশটির জান্তা সরকারের বিরোধী বাহিনীর ওপর এ হামলা চালানো হয়েছে। ২০২১ সালে এক ক্যু-এর মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এর পর থেকে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীদের ওপর বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে মিয়ানমার জান্তা সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, সাগাইং-এ বিভিন্ন গোষ্ঠী মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। তারা নিজেদের বাহিনী গড়েছে, সেইসঙ্গে স্কুল ও ক্লিনিকও বানিয়েছে।

এক গ্রামবাসী বিবিসিকে বলেছেন, সামরিক বাহিনীর জেট আনুমানিক সকাল সাতটা নাগাদ আমাদের গ্রামের ওপর দিয়ে যায় এবং বোমা ফেলে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top