গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৫১

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩ ১৯:১৭; আপডেট: ১৯ মে ২০২৪ ০০:১৫

ছবি: সংগৃহীত

ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ১৪ হাজার ২৪৫ জনের বেশি। রোববার গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আশরাফ আল-কিদরা বলেছেন, গত ২৪ ঘণ্টায় ১১৭ জন শিশুসহ ২৬৬ জন নিহত হয়েছে।

আল-কুদ্রার মতে, ধ্বংসস্তূপের নিচে থাকা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে মন্ত্রণালয় ১ হাজার ৪৫০টি কল পেয়েছে, যাদের মধ্যে ৮০০ শিশু।

শনিবার রাফাহ সীমান্ত ক্রসিং সংক্ষিপ্ত সময়ে খোলার পর ফোন আসে। এর মাধ্যমে গাজায় প্রথমবার প্রয়োজনীয় সহায়তা প্রবেশ করেছে।

আন্তর্জাতিক নেতারা সতর্ক করেছেন যে ছিটমহলের ‘বিপর্যয়কর’ মানবিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরও অনেক কিছু প্রয়োজন। এই অংশে ২০ লাখের বেশি মানুষ রয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top