এমপি আনার হত্যায় ১২০০ পৃষ্ঠার চার্জশিট পেশ

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪ ২০:০২; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২৩:২৫

নিহত সাবেক এমপি আনোয়ারুল আজিম। ছবি: ফাইল ছবি

সাবেক এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় প্রথম চার্জশিট জমা দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই প্রথম চার্জশিট জমা দিয়েছে দেশটির সিআইডি।

শনিবার (১৭ আগস্ট) আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, বারাসাত আদালতে প্রায় ১২০০ পৃষ্ঠার ওই চার্জশিট জমা দিয়েছে কলকাতা সিআইডি। এই প্রতিবেদনে বলা হয়েছে, সিআইডি সূত্রের খবর, চার্জশিটে ‘কসাই’ জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম আছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে চার্জশিটে কিছু বলা হয়নি।

আনোয়ারুল আজীম ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ২২ মে তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই দেশের পুলিশ। হত্যার পর তার লাশ কেটে কুচি কুচি করা হয় বলে জানা যায়। তবে এই দেহাংশের পুরোটা এখনও উদ্ধার করা যায়নি।

তার মাথার খুলি ও হাড়ের খোঁজে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কাছে বাগজোলা খালে তল্লাশিও চালানো হয় জুনে। তদন্তকারীদের অনুমান ছিল, আনারের মরদেহের কিছু টুকরো বাগজোলা খালে ফেলা হতে পারে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top