ম্যাক্রোর ইসলামবিদ্বেষী নতুন আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০ ২১:১৯; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:০৮

ফাইল ছবি

মুসলিম বিশ্বের ক্ষোভের মুখে পড়া ইউরোপের দেশ ফ্রান্স এবার কট্টর ইসলামপন্থার বিরুদ্ধে নতুন একটি আইন পাস করতে সক্ষম হয়েছে। দেশটির ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই আইন প্রণয়নে সক্ষম হন। খবর এএফপির

সাম্প্রতিক সময়ে দেশটির একটি সাময়িকীতে মহানবীকে (সা.) বিদ্রূপ করে কার্টুন প্রকাশের পরিপ্রেক্ষিতে কয়েক দফা হামলার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন এই আইন পাসে ফ্রান্সের মুসলমান সম্প্রদায়কে অমর্যাদাকর অবস্থায় ফেলে দেবে বলে। ইউরোপের সবচেয়ে বেশিসংখ্যক মুসলমানের বসবাস দেশটিতে।

নতুন প্রণিত এই আইনটির মূল শিরোনাম দেয়া হয়েছে ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী বিল’। সমাজের মূলধারা থেকে ইসলামের চরমপন্থাকে বিচ্ছিন্ন করতে এই পরিভাষা ব্যবহার করেছিলেন ম্যাক্রোঁ, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

তবে নানা সমালোচনার পর এখন বলা হচ্ছে– ধর্মনিরপেক্ষতাবাদ ও বাকস্বাধীনতাসহ প্রজাতন্ত্রের মূল্যবোধ জোরদার করতে এটি একটি খসড়া আইন।

বুধবার এই বিলের পক্ষে সাফাই গাইতে গিয়ে ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাস্টেক্স বলেন, এই আইনে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে না। কিন্তু এটি দিয়ে ইসলামি চরমপন্থার মতো ঘৃণ্য মতাদর্শকে মোকাবেলা করা হবে।

ধর্মীয় উগ্রবাদ থেকে মুক্তি, সুরক্ষা ও স্বাধীনতার জন্য এই আইনের প্রস্তাব বলে তিনি বর্ণনা করেন।

ফ্রান্সে ৪০ লাখের মতো মুসলমান বসবাস করেন, যা মোট জনসংখ্যার ৪ শতাংশ। উত্তর ও পশ্চিম আফ্রিকায় মুসলিমপ্রধান সাবেক ফরাসি উপনিবেশ থেকে তারা এখানে এসেছেন।

দেশটিতে ব্যাপক মুসলিমবিদ্বেষ রয়েছে। ইসলামকে তারা ফরাসি মূল্যবোধের বিপরীতি আদর্শ বলে মনে করে। এর আগে বোরকা নিষিদ্ধের ছয় বছর পর ২০০৪ সালে ফ্রান্সের স্কুলে হিজাব পরাও বন্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি সৈকতে বুরকিনি পরা মুসলমান নারীদের নিষিদ্ধ করা হয়েছে।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top