বাংলাদেশের শুধু একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্কের তথ্যটি ভুল: বিক্রম মিশ্রী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪ ২০:০৩; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:২৭

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেছেন, বাংলাদেশের শুধু একটি রাজনৈতিক দলের সাথে ভারতের সম্পর্ক এই তথ্য ভুল। ঢাকার সাথে সম্পর্ক বাড়াবে দিল্লি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে ড. ইউনূসের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক বিষয়ে বিস্তারিত জানানো হয়।
স্ট্যাটাসে আরও বলা হয়- রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় মিশ্রী বলেছেন, বাংলাদেশের সাথে কাজের পরিধি বাড়াতে ভারত বদ্ধপরিকর। এতে দুই দেশেরই লাভ হবে।
৪০ মিনিটের বৈঠকে সংখ্যালঘু, অপপ্রচার, পলাতক শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহায়তা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে। এসময় মিশ্রী বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে মিলে কাজ করতে চায় ভারত । এই সম্পর্ক রক্ষা করা ভারতের জন্য অত্যন্ত জরুরি।
প্রধান উপদেষ্টা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে মজবুত ও নিবিড় বলে উল্লেখ করেছেন। তিনি দুই দেশের মাঝে সাম্প্রতিক সম্পর্কের কালো মেঘ সরানোর আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিষয়ে বলেন, ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে দেশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে। প্রধান উপদেষ্টা বিভিন্ন সংস্কারের বিষয়ও উল্লেখ করেন।
বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিশ্রী জানান, গণঅভ্যুত্থানের প্রতি মুহূর্তের খবর রেখেছে ভারত। তিনি বলেন, শপথ নেয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবার আগে ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন।
ড. ইউনূস বন্যা ও নদীর পানি বণ্টনে ভারতের সহায়তার আহ্বান জানিয়েছেন। এসময় তিনি সার্ককে পুনরুজ্জীবিত করারও আহ্বান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: