গাজায় এক মাসে পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫ ১৩:৩৭; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০০:০০

- ছবি - ইন্টারনেট

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরো প্রায় পাঁচ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ বলছে, গত ১৮ মার্চ হামাসের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেয় ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ গাজাবাসী নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তার দেশ এখন সুষ্পষ্ট নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা হলো হামাসকে চাপে রাখার হাতিয়ার হিসেবে গাজায় সব ধরনের মানবিক সহায়তাসামগ্রী প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা।

ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তাসামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এটা ইসরায়েলের পক্ষ থেকে সবচেয়ে দীর্ঘ অবরোধ আরোপের ঘটনা। সেই সঙ্গে গাজাবাসীর ওপর দমন-পীড়ন জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই নতুন নতুন হামলা চালানো হচ্ছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top