গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিলো যুক্তরাষ্ট্র
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪; আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব দেয়া হয়েছিল। সেই প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নির্বাচিত ১০ সদস্যরাষ্ট্র এই খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল। প্রস্তাবটিতে হামাসের হাতে আটক সব ইসরাইলি পণবন্দীদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল।
প্রস্তাবের পক্ষে ১৪টি ভোট পড়েছে। ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে প্রায় দুই বছরের যুদ্ধে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবগুলোতে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
ভোটাভুটির আগে ডেনমার্কের জাতিসঙ্ঘের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস লাসেন পরিষদকে বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে। অনুমান নয়, ঘোষণা নয়, এটা এখন নিশ্চিত।’
তিনি বলেন, ‘এদিকে, ইসরাইল গাজা শহরে তার সামরিক অভিযান সম্প্রসারণ করেছে। যা বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো বাড়িয়েছে। এই বিপর্যয়কর পরিস্থিতি, এই মানবিক ব্যর্থতাই আজ আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করেছে।’
যুক্তরাষ্ট্র জাতিসঙ্ঘে বরাবরাই তার মিত্র ইসরাইলকে রক্ষা করে আসছে। কিন্তু গত সপ্তাহে দেশটি কাতারের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদের একটি বিবৃতিকে সমর্থন করেছে। যদিও বিবৃতিতে ইসরাইলকে দায়ী করার কথা উল্লেখ করা হয়নি।
এই পদক্ষেপ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে চালানো হামলার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবকে প্রতিফলিত করে। তবে, বৃহস্পতিবার যুক্তরাষ্টের ভেটো প্রমাণ করে যে মাত্র এক সপ্তাহ পরে ওয়াশিংটন আবারো ইসরাইলকে কূটনৈতিক সুরক্ষা দিচ্ছে।
ভোটের আগে মার্কিন কূটনীতিক মরগান ওর্টাগাস পরিষদকে বলেন, ‘এই যুদ্ধ শুরু ও চালিয়ে যাওয়ার জন্য হামাস দায়ী। ইসরাইল যুদ্ধ অবসানের জন্য প্রস্তাবিত শর্তাবলী গ্রহণ করেছে। কিন্তু হামাস এখনো তা প্রত্যাখ্যান করে চলেছে। হামাস যদি পণবন্দীদের মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে তবে এই যুদ্ধ আজই শেষ হতে পারে।’
সূত্র : রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: