গাজায় ১৭০০ জনেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মী নিহত: স্বাস্থ্য মন্ত্রণালয়

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০০

- ছবি - ইন্টারনেট

ইসরায়েলের হামলার পর থেকে এখনো পর্যন্ত ১৭২৩ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা অ্যারাবিকে দেওয়া সাক্ষাৎকারে মুনির আল-বুরশের বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ৩৮টি হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে। যেখানে কমপক্ষে ১৭২৩ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন।

তিনি বলেন, গাজা শহরের সেন্ট জন চক্ষু হাসপাতাল, আল-রান্তিসি শিশু হাসপাতাল এবং শেখ হামাদ হাসপাতাল এখন পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

তিনি সতর্ক করে বলেন, জ্বালানিসহ ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের অবরোধ ‘বড় বিপর্যয়’ ডেকে আনছে। যদি পেট্রোল প্রবেশের অনুমতি না দেওয়া হয় তবে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালগুলি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top