কাতার-সৌদির অনুরোধে সংঘাত থেকে সরে এলো পাকিস্তান-আফগানিস্তান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ২৩:০৭; আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০২:৫০

ছবি: সংগৃহীত

কাতার, ইরান ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে নিজেদের সংযত রাখলো পাকিস্তান-আফগানিস্তান।

রোববার তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।

আফগান গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, পৃথক বিবৃতিতে দেশগুলো বলেছে- তারা কাবুল ও ইসলামাবাদকে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থনও প্রকাশ করা হয়েছে।

এরপর তালেবান মুখপাত্র ও দেশটির তথ্য প্রতিমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘কাতার এবং সৌদি আরব উভয়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং আফগানিস্তানের ইসলামিক আমিরাত যুদ্ধ বন্ধ করে তা মেনে নিয়েছে। তবে, আজ সকালে আমরা খবর পেয়েছি যে, পাকিস্তান আক্রমণ চালিয়েছে। যদি এই আক্রমণ অব্যাহত থাকে, তাহলে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষা করার অধিকার সংরক্ষণ করে।"

তিনি বলেন, ডুরান্ড লাইনের কাছে বেহরামপুর জেলায় পাল্টা হামলায় তারা অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছেন এবং আরও ৩০ জনের বেশি আহত হয়েছে।

অপরদিকে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, তারা আফগানিস্তানের সঙ্গে জড়িত ২০০ এর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে।

জবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সতর্ক করে বলেন, প্রতিটা হামলারই জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, পাকিস্তান তাদের ভূখণ্ডে আইএস (আইএসআইএস) সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।

বৃহস্পতি‌বার আফগানিস্তানে মোট তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে— কাবুলে দুটি এবং দক্ষিণ-পূর্ব পাক্তিকায় একটি। কাবুল ও ইসলামাবাদ একে অপরের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

তবে পাকিস্তান দাবি করছে- আফগানিস্তানের ভূখণ্ডে হামলার পেছনে তাদের কোনো দায় নেই। বরং কাবুলকে অনুরোধ করেছে তারা যেন নিজের ভূখণ্ডে পাকিস্তানি তালেবানকে আশ্রয় দেওয়া বন্ধ করে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top