১২ ফেব্রুয়ারি খুলছে পশ্চিমবঙ্গের সব স্কুল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০০; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৮:৩৬

 

১২ ফেব্রুয়ারি থেকে খুলে দেয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সব উচ্চবিদ্যালয়।

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।

তিনি বলেন, উচ্চবিদ্যালয় খোলার পর স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট শ্রেণির ক্লাস নেওয়া হবে। তাত্ত্বিকের পাশাপাশি ব্যবহারিক ক্লাসও নেওয়া হবে।

ছাত্র-শিক্ষকসহ সবাইকে মাস্ক পরে আসতে হবে। এ ছাড়া সবার হাত স্যানিটাইজ করতে হবে।

উচ্চবিদ্যালয় খোলার পর নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে। অন্যান্য শ্রেণির ক্লাস কবে শুরু হবে, তা পরে জানিয়ে দেবে রাজ্য সরকার।

করোনার সংক্রমণ শুরু হলে গত মার্চে বন্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলসহ উচ্চবিদ্যালয়।

একটানা ১১ মাস বন্ধের পর এখন উচ্চবিদ্যালয় খুলছে। উচ্চবিদ্যালয় খুললেও এখন কোনো অনুষ্ঠান করা যাবে না বলে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

স্কুল খুললেও এ শিক্ষাবর্ষে কোন স্কুলের ফি বাড়ানো হবে না বলেই জানিয়েছেন অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ।

দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে গেলেও স্কুল কর্তৃপক্ষ এখনই ফি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ৩১ মার্চ পর্যন্ত আমাদের স্কুল কোনো রকম ফি বাড়াবে না। করোনার কারণে হাইকোর্টের নির্দেশে পড়ুয়ারা যে ছাড় এখন পাচ্ছে, তা আগামী ৩১ মার্চ পর্যন্তই পাবে।

 

 

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top