চীনের বিরুদ্ধে আরেকটি ভাইরাস ছড়ানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২১ ২১:৫৫; আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১৬:৫০

ফাইল ছবি

কোভিড-১৯ এর পর চীনের বিরুদ্ধে আরো একটি ভাইরাস ছড়ানোর অভিযোগ উঠেছে। ভাইরাসটির নাম আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ)।

বৃটেন গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সিচুয়ান প্রদেশে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, চীনা কর্তৃপক্ষ এ ভাইরাসের প্রাদুর্ভাব চেপে রাখতে চাইছে। এ ভাইরাস প্রাথমিকভাবে বহন করে শূকর। পরে তা মানবদেহে ছড়ায়।

প্রকাশিত ওই খবরে বলা হয়, চাইনিজ কৃষি মন্ত্রণালয় বলেছে, সিচুয়ান চীনের বৃহত্তম শূকর উৎপাদন কেন্দ্র। শূকর বহনকারী এক ট্রাকে ১০টি শূকরের মধ্যে এএসএফ ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে দুইটি ইতোমধ্যে মারা গেছে। ধারণা করা হচ্ছে শূকর অবৈধভাবে স্থানান্তর করতে গিয়ে এ রোগ ছড়িয়েছে।

স্বল্প সময়ের ব্যবধানে এএসএফ ছড়িয়ে পড়ার দ্বিতীয় ঘটনা এটি। রয়টার্স জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম সিচুয়ান এবং জিয়ানগিয়াং শহরে এই ভাইরাস ছড়িয়েছে। এক ফার্মে ১২৭ শূকরের মধ্যে ৩৮টিই এএসএফ আক্রান্ত হয়ে মারা গেছে। হুবেই প্রদেশে এক ট্রাকে আরও ১০টি শূকর আক্রান্ত হয়েছে।

বাস্তবতা আরো ভয়াবহ হতে পারে অভিমত বিশ্লেষকরদের। তারা মনে করছেস, খবরে যতটা এসেছে বাস্তব পরিস্থিতি এর চেয়ে খারাপ। চিপ নেলিংগার নামের এক বিশ্লেষক বলেছেন, চীন দেখাতে চাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক আছে কিন্তু তা নয়।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top