লাগামহীন সংক্রমণে বিপর্যস্ত ভারত, সব রেকর্ড ছাড়িয়ে শনাক্তের নতুন রেকর্ড

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১ ১৫:১৪; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৬:৪২

ভারতে ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে চরম অবনতি হয়েছে সংক্রমণ পরিস্থিতির। লাগামহীন সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি।

দৈনিক সংক্রমণে বিশ্বে এখনও শীর্ষে ভারত। বুধবার প্রথমবারের মতো সংক্রমণ শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৫ হাজার।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। সক্রিয় সংক্রমণের সংখ্যা ৯ লাখের বেশি। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। রেকর্ড ৬০ হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে রাজ্যটিতে।
বুধবার কেবল মুম্বাইতেই আক্রান্ত শনাক্ত হয় ১০ হাজারের ওপর রোগী। মহারাষ্ট্রের পর প্রথম রাজ্য হিসেবে ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশে ৪ হাজার ও গুজরাটে সাড়ে তিন হাজারের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় কড়াকড়ি বাড়িয়েছে ছত্তিশগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। কানপুর ও বারানসিতে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top