‘যতদিন প্রয়োজন, গাজায় হামলা চলবে’

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২১ ১৯:১৪; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৮:২৩

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন প্রয়োজন ইসরাইল গাজায় হামলা অব্যাহত রাখবে। শনিবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘গাজায় ইসরাইলের অভিযান তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অব্যাহত থাকবে।’ এই সময় ইসরাইলের প্রতি সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান তিনি। 

বেনিয়ামিন নেতানিয়াহু সংবাদ সম্মেলনে দাবি করেন, গাজায় সংবাদমাধ্যম আলজাজিরা ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অফিস থাকা ১৩ তলা আল-জালা ভবন হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো ব্যবহার করতো।

শনিবার গাজার অন্যতম পুরনো বহুতল ওই ভবনে হামলা চালায় ইসরাইলি বিমান। তার আগে ভবনের সব অধিবাসীকে এক ঘণ্টার মধ্যে ভবন খালি করে দেয়ার নোটিশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী।

গত সোমবার থেকে শুরু হওয়া গাজায় রোববার সকাল পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ১৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু রয়েছে ৪১ জন। আহত হয়েছেন আরো প্রায় ৯৫০ জন।নিহত প্রথম ইসরাইলি সৈন্যটি ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করে গর্ব করেছিল!



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top