আমানুল্লাহ আমান‘র কবিতা `মশা'

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১ ০২:১৯; আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১০:০৭

প্রতীকি ছবি
 
বাম বাহুতে মনা-আনন্দে 
একটি মশা বসে, 
যেই না কামড় অমনি তারে
দিলাম কিল কোশে।
 
দুষ্টু  মশা  কামড় দিয়েই 
হাওয়ায় উড়ো চিল,
ফোসকে গিয়ে বাম বাহুতে
লাগলো সেই কিল। 
 
পালিয়ে গিয়ে মশা আমায়
ভাবছে বুঝি বোকাই,
বাহুর ব্যথায় এখন আমি
বসে বসে কোকায়।
 
নাম: আমানুল্লাহ আমান
শ্রেণি: অনার্স ১ম বর্ষ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ 
জাতীয় বিশ্ববিদ্যালয়  
ঠিকানা: লক্ষীপুর, রাজশাহী 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top