গ্রিড বিপর্যয়: তদন্ত কমিটি গঠন চার বিতরণ কোম্পানির
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ১৯:৩৯; আপডেট: ১১ মে ২০২৫ ২৩:৫১
-2022-10-18-09-39-11.jpg)
দেশে গ্রিড বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে এবার আলাদা কমিটি গঠন করেছে দেশের চারটি বিতরণ কোম্পানি। গতকাল সোমবার এসব কমিটি গঠন করা হয়। কমিটিগুলোকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়েছে। খবর বণিক বার্তার।
গত ৪ অক্টোবর দেশে গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটে। ওই দিন ঢাকাসহ পূর্বাঞ্চলের ৩২ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে ঘটনার পর পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) মো. ইয়াকুব এলাহীর নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া বিদ্যুৎ বিভাগের একটি কমিটি ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত আরেকটি কমিটি এ গ্রিড বিপর্যয়ের ঘটনা পর্যালোচনা করছে।
গতকাল রোববার পিজিসিবির কমিটি তাদের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর সেদিনই দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
বিপর্যয়ের কারণ খুঁজতে আজ সোমবার বিতরণ কোম্পানিগুলোকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় বিদ্যুৎ বিভাগ। নির্দেশনা অনুসারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) আলাদা কমিটি গঠন করেছে।
এর মধ্যে ডিপিডিসির তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রধান প্রকৌশলী (গ্রিড) এ এইচ এম মহিউদ্দিনকে। ডেসকোর তিন সদস্যের কমিটির আহ্বায়ক হয়েছেন প্রধান প্রকৌশলী (নেটওয়ার্ক অপারেশন) মো. মনজুরুল হক, পিডিবির চার সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী (উৎপাদন) খন্দকার মোকাম্মেল হোসেনকে এবং আরইবির কমিটির আহ্বায়ক হয়েছেন প্রধান প্রকৌশলী (পওপ) মো. মহিউদ্দীন। প্রতি কমিটিতে বিদ্যুৎ বিভাগের একজন করে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: