একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ ২০:১৮; আপডেট: ১০ মে ২০২৫ ১১:০৯

ফাইল ছবি


১. ব্রিকস ব্যাংকের ঋণ কি বাংলাদেশ পাবে না?

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) নামে নতুন এক ব্যাংকের চালু করেছে ব্রিকস জোট। বাংলাদেশ যোগ দেওয়ার পর প্রত্যাশা তৈরী হয়েছিল, দেশের বৈদেশিক অর্থায়নের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে এটি। কিন্তু বাস্তবতায় তার প্রতিফলন হয় নি। খবর টিবিএসের।

লিঙ্ক

২. রোমানিয়ায় শোচনীয় অবস্থায় বাংলাদেশীরা

ইউরোপের দেশে বাংলাদেশীদের অবৈধভাবে পাড়ি জমানো এ যেন নিত্যদিনের ঘটনা। প্রতিবছর বিশ্বের লাখো অভিবাসী অবৈধ উপায়ে পাড়ি দেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। খবর টিবিএসের।

লিঙ্ক

৩. হ্যালোউইন উৎসবে পদদলিত হয়ে দক্ষিণ কোরিয়ায় প্রাণহানি ৫৯

হ্যালোউইন উৎসবের জনসমাগমে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি জেলায় পদদলিত হয়ে কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স-এর

লিঙ্ক

৪. কুমন পদ্ধতি বদলে দিতে পারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ন। এই ত্রুটিপূর্ন শিক্ষা ব্যবস্থায় বেড়ে বাংলাদেশের শিক্ষার্থীরা। শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা বা নতুন কিছু শেখা। যেখানে বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন পরিবেশ। খবর টিবিএসের।

লিঙ্ক

৫.ফিরতে হবে বাজার ভিত্তিক সুদহারে

ব্যাংকিং ঋণে সুদ হার নির্ধারনে একটি দেশের ধনিক সমাজই লাভবান হয়। আর বঞ্চিত হয় ছোটরা। অর্থনীতির এ তত্ত্ব বহু আগে থেকেই চর্চিত হচ্ছে বিশ্ব অর্থনীতিতে। বাংলাদেশেও ২০২০ সালে সব ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশে নির্দিষ্ট করা হয়। খবর বণিক বার্তার।

লিঙ্ক

৬. উপকরণ সংকটে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ প্রকল্প

উপকরণ সংকটে ব্যাহত হচ্ছে সরকারের অগ্রাধিকার প্রকল্পের চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণের কাজ। প্রকল্পের দোহাজারী-চকরিয়া অংশে রেলপথ নির্মাণকাজের জন্য প্রতিদিন ৪৬১টি স্লিপার প্রয়োজন।কিন্তু দিনে সরবরাহ করা হচ্ছে মাত্র ৮২টি স্লিপার। খবর বণিক বার্তার।

লিঙ্ক


 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top