‘স্যাংশন যেকোনো দেশের বিরুদ্ধে করা যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য নয়’

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ০২:১৭; আপডেট: ১০ মে ২০২৫ ১৩:২৮

রিচার্ড নেফিউ

স্যাংশনকে দুর্নীতি দমনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। তিনি বলেন, ‘স্যাংশন যেকোনো দেশের বিরুদ্ধে করা যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য নয়।’

সোমবার (৭ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বৈঠকের পর পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, 'এটি (স্যাংশন) যেকোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য নয়।'

রিচার্ড নেফিউ গতকাল রোববার ঢাকায় আসার পর দুদকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। আজ তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এবং পরে পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।

নেফিউ মার্কিন কূটনীতি ও বৈদেশিক সহায়তায় দুর্নীতি মোকাবিলায় কাজ করে থাকেন। গত ৫ জুলাই স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেটর হিসেবে তাকে নিযুক্ত করা হয়। এর আগে নেফিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসিতে সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন রিচার্ড নেফিউ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top